ভাইরাস

  • চীন থেকে এসেছে ভাইরাস,
    করোনাভাইরাস পেয়েছে হ্রাস।
    অনেক মানুষ ভাইরাসে আক্রান্ত,
    প্রতিটি জনগণের চক্রান্ত।
    ভাইরাস হলে উপায় নাই,
    চলো আমরা ঔষধ খাই।
    ভাইরাস যদি একবার হয়,
    বাঁচার কোনো উপায় নাই।
    ভাইরাসের নাম করোনা,
    ঘর থেকে বের কব না।
    এই ভাইরাস যেকোনো সময় আসতে পারে,
    এই ভাইরাস মানুষকেও মারতে পারে।
    ভাইরাসের জন্য মানুষ মরছে,
    অনেক বাবা-মা ও সন্তান কাঁদছে
    এই ভাইরাসটা কেনো এসেছে,
    কেনো মানুষকে ধ্বংস করছে।
    মানুষ ভাইরাস থেকে বাঁচার চেষ্টা করছে
    তবুও ভাইরাস তাদের ধরছে।
    একদিকে ভাইরাস মানুষকে মারছে
    অন্যদিকে ব্যবসায়ীরা ব্যবসার ভালো চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ