সিলেটের সাদা পাথরে পানিতে ডুবে প্রাণ গেল এক পর্যটকের
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে জয় (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। সে ঢাকা মগবাজারের বাসিন্দা বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার গোবিনাথপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় চারবন্ধু নিয়ে সোমবার সাদাপাথরে বেড়াতে আসেন। দুপুরে তারা সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেননি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত সাদা পাথর নৌকাঘাটের ইজারাদারেরা ও তার সঙ্গের বন্ধুরা খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলেই লাশ হস্তান্তর করা হবে।