হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সানিয়া জান্নাত লিমা ( ১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরাশি ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটে। সানিয়া জান্নাত ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও চুনারুঘাট ডিসিপি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, রোববার সন্ধ্যার পর আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই সময় ঝরে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে সানিয়া জান্নাতের মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সন্ধ্যার পর ঝড় শুরু হলে সানিয়া বাড়ির পাশে আম কুড়াতে যায়। ওই সময় ঝড় শুরু হলে সে একটি গাছের নিচে দাঁড়ায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার হয়।
এদিকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন (ভারপ্রাপ্ত) ইউএনও সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা।