আল্লাহ্ তোমার আশ্রয় চাই!

  • দুনিয়া জুরে মহামারির যুগে
    আমরা কোথায় যাই?
    আল্লাহ্ তোমার আশ্রয় চাই!
    আল্লাহ্ তোমার আশ্রয় চাই!
  • করোনা ভাইরাস,পঙ্গুপালের আক্রমন-
    এইডস ক্যান্সারের ছরাছরি-,
    আধারে পতিত, পাগলের মত
    করিতেছি ঘুরাঘুরি।
    পাপ ভরা বিশ্বে- আমি পাপিষ্ট
    তোমার দয়ার ভিক্ষা চাই,
    ও হে আল্লাহ্! তোমার দয়া ছাড়া
    আমারতো আর যাবার জায়গা নাই।

    আল্লাহ্ তোমার আশ্রয় চাই।
    আল্লাহ্ তোমার আশ্রয় চাই।

    পাপের তরে পৃথিবীর উপরে
    গজব যত বড়ই হয়
    আল্লাহ্! তোমার রহমতের চেয়ে বড়
    আর কোন কিছুই নয়।

    তাই ভেবে আমি পাই শান্ত্বনা
    কভূ হইনা অস্তির
    জানি,ইন্নাল্লাহা আ- লা
    কুল্লি শাইয়্যিন ক্কাদির।

    তুমি রাহীম,তুমি রাহমান,
    তুমি সালাম,জলিল- জব্বার
    তুমি সৃষ্টির তরে সদা বর্ষণ কর
    করুণা অপার।

    আমাদের উপর বর্ষণ করো
    অবারিত রহমত
    আমরা তোমার প্রিয়-
    হাবিবের উম্মত।
    রাসুলের (সা.) খাতিরে মার্জনা করো
    মহা বিশ্বের মহা প্রভু
    পাপের তরে এমন শাস্তি
    মোদেরে দিওনা কভু।

    ক্ষমা করো,রহম করো,শান্তি করো দান
    অনন্ত সাগরে আল্লাহ্,তুমি মেহেরবান।

এ বিভাগের অন্যান্য সংবাদ