২ মিনিটের জন্য ৭ কোটি রূপি খরচ!

বলিউড সুপারস্টার সালমান খান এখন ব্যস্ত তার আগামী সিনেমা ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে। রয়েছে আরেক ছবি ‘কিক’-এর শুটিংও।

দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, সালমানের ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। ভাইজানও নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। আর এ ছবির মাত্র একটি দৃশ্যের জন্য সালমান খরচ করেছেন সাড়ে সাত কোটি রুপির বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দৃশ্যের জন্য ‘ক্রোমা কি’ প্রযুক্তি ব্যবহার করেছেন সালমান। ‘ভিএফএক্স হেভি’ দৃশ্যটির জন্য খরচ হয়েছে ওই পরিমাণ অর্থ। একটি স্টুডিওতে ওই দৃশ্য ধারণ করা হয়েছে। সেখানে অভিনয় করেছেন সালমান ও রণদীপ হুদা।

ক্রোমা প্রযুক্তি খুবই ব্যয়বহুল। কেবল বড় বাজেটের ছবিতেই সেটি ব্যবহার করা হয়। যেমন বাহুবলী ও এর সিক্যুয়েলের জন্য ওই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ক্রোমার পরই যোগ হয়েছে ভিএফএক্স অংশ। রাধে ছবির বেশ কিছু অংশের দৃশ্যায়ন হয়েছে দিল্লি, কলকাতা, জয়পুর ও লক্ষ্নৌতে। শেষ দৃশ্য ধারণ করা হবে দুবাইয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ