মুক্তির দুয়ার
এসেছে করোনা ধরণী জুড়ে
বিমূর্ষ মানবজাতি,
মড়কের রূপ করেছে ধারণ
যেন বিশ্বের নৃপতি।
অগণিত প্রাণ নিচ্ছে কেড়ে
আপনজন যাচ্ছে সরে,
জ্ঞানী-গুনী সব ধুম্রজালে
হিংস্র থাবার তরে।
হাহাকার-আর্তনাদে ভারি অম্বর
বাতাসে লাশের গন্ধ,
দূর্গম সরণী, ঢেকেছে তিমির
পরিত্রাণের দ্বার বন্ধ।
নিজ আলয়ে অদৃশ্য বলয়ে
বন্দীর ন্যায় জীবন,
চূর্ণ অহংকার,পরাস্ত সৈনিক
চায় কৃপার দর্শন।
ভ্রষ্ট পথের শ্রেষ্ঠ জীবের
স্রষ্টাই এখন সহায়,
নত শিরে সদা ব্রত থাকো
তাঁরই উপাসনায়।
শর্বর সরাতে কুরআনের দ্যুতি
ছড়িয়ে দাও কোণে কোণে,
আল্লাহু আকবার ধ্বনিতে জমিন
কাঁপুক রাতে দিনে।
গোটা জাহানের বাদশা খোদা
সর্ব গুণে মহীয়ান
আল্লাহর নামেই মুক্তির দুয়ার
মানব জাতির কল্যাণ।
ক্ষমা চাই মাফ করো খোদা
যত আছে বদি,
তুমি ছাড়া ভ্রান্ত সবই
বুঝেছে উম্মতে মুহাম্মদি।