মৌলভীবাজারে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারের সদর থানা এলাকা থেকে ধর্ষণ মামলার ১ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল (২৭ এপ্রিল) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার সদর থানাধীন বাহারমর্দ্দন গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামরার এ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম রফিকুল ইসলাম (২৮)।
সে বাহারমর্দ্দন গ্রামের মৃত-আবিদুল ইসলামের ছেলে। পরে তাকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।