পৃথিবীর কথা
-
- আকাশের উপর মেঘের ডাক,
রাত পোহালে শিয়ালের হাঁক।
কিচিরমিচির করে পাখি,
আর দিওনা স্কুল ফাঁকি।
গাছে গাছে মিলে হয়ে যায় বাতাস,
একটুকুতে মানুষ হয়ে যায় হতাশ।
উপর থেকে নামছে বৃষ্টি,
সবকিছুই আল্লাহর সৃষ্টি।
পাখি থাকে ডালে ডালে,
প্রচন্ড রোদ হয় গ্রীষ্মকালে।
নদীতে ভেসে যায় জল,
গাছে ধরে নানা ধরনের ফল।
পথে-ঘাটে চলে গাড়ি-ঘোড়া,
ইমানদার মানুষকে সম্মান দেবো মোরা।
সন্তান সবার চোখের মণি,
আগে মা-বাবার ডাক শুনি।
লাল-সবুজে মিলে বাংলাদেশ,
পড়ালেখার নাই কোনো শেষ।
সব বাবা সন্তানের ভালো চান,
আমরা সবাই আল্লাহর দান।