মৃত ৫ হাজার ৮০, আক্রান্ত প্রায় দেড় লাখ
করোনাভাইরাস
করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৮০ জনে। আক্রান্তের তালিকায় রয়েছে স্পেনের রানী, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী স্ত্রীও! এছাড়াও অন্যান্য দেশে মন্ত্রী-এমপিও হয়েছেন আক্রান্ত।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০ হাজার ৬৮০ জন। দ্য স্টার, সিএনএন, বিবিসি, ডেইলি মেইল
স্পেন সরকারের এক মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই মন্ত্রীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন রানি লেতজিয়া। সম্প্রতি তিনি ওই মন্ত্রীর গালে চুমু খেয়েছিলেন।
রানি আক্রান্ত হওয়ায় রাজা ফিলিপকেও রাজপ্রাসাদে আইসোলেটেড করে রাখভা হয়েছে। তারও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার জানানো হয়েছিলো কোভিড-১৯ শঙ্কায় আইসোলেশনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি ট্রুডো। শুক্রবার জানানো হয়েছে সোফি কোভিড-১৯ এ আক্রান্ত। তবে কানাডার প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে কিনা তা জানানো হয়নি।
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর মন্ত্রী মনে করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে। তিনি নিজেই তার কোভিড-১৯ এ আক্রান্ত হবার কথা জানিয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী চীনে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮১২জন, মারা গেছেন ৩ হাজার ১৭৬, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪১১৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১১৩জন, মারা গেছেন ১০১৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫৮জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৪জন, মারা গেছেন ৫১৪ জন আর সুস্থ হয়েছেন ৩ জাজার ৫২৯ জন।