ভালোবাসা দিবসে ‘কেন’

ইশিতা ও আফরান নিশোর জুটিতে ভালোবাসা দিবসে আসছে নাটক ‘কেন’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় প্রেম-ভালোবাসার রোমান্টিক গল্পে অনেকদিন পর নিশোর সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঈশিতা বলেন, ‘আমি তো এখন নিয়মিত নাটক করি না। গল্প পছন্দ হলে দুয়েকটা নাটকে কাজ করার চেষ্টা করি। এই নাটকের গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। খুব সুন্দর রোমান্টিক একটা গল্প, যেখানে আমার বিপরীতে রয়েছে নিশো। কাজটা করে আমার ভালো লেগেছে। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।’

ঈশিতা-নিশো ছাড়াও এই গল্পে রয়েছে আরেকটি জুটি তৌসিফ মাহবুব ও মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি প্রচার করা হবে গানচিলের ইউটিউব চ্যানেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ