দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীকে আধুনিক এবং ডিজিটাল স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে লাইটিং এবং সিসি ক্যামেরাসহ তারবিহীন দরগা এলাকা গড়ে উঠেছে। ব্যবসায়ীরা নিজেদের দোকানের আঙিনা পরিষ্কার সহ রাস্তা পরিস্কার রাখবেন গাড়ির পার্কিং রাস্তায় করতে দিবেন না। মনে রাখবেন, পদ পেয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তবেই দরগা এলাকার উন্নয়নসহ সিলেটের মান মর্যাদা সমুন্নত রাখা সম্ভব।দরগাহ বাজার ব্যবসায়ীরা সৌভাগ্যবান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার জিয়ারতে আসা মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন এই সুযোগ’কে কাজে লাগানোর মাধ্যমে দেশব্যাপী দরগাহ ব্যবসায়ীদের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি ওলীর মাজারের পবিত্রতা রক্ষাসহ সিলেটের মর্যাদা রক্ষা করা আপনাদের নৈতিক দায়িত্ব।
হযরত শাহজালাল (রাহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার রাতে দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে হযরত শাহজালাল (রাহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষিক্তরা হলেন সভাপতি কবীর চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, সিনিয়র সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সভাপতি মো: লুৎফুর রহমান লিলু, সহ-সভাপতি জুনেদ আহমদ শওকাত, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক মো: শাকের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো: সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো: আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হেলাল মিয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সদস্য শাহ মো: এমদাদুর রহমান, সদস্য এস.এম. মোরশেদ আহমদ টিপু, সদস্য মো: তানিমুল ইসলাম।
সমিতির নির্বাচিত সভাপতি কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র পরিচালনায় অভিষিক্তদের শপথ পাঠ করান দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ’র সভাপতি এটিএম শুয়েব। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিক সংরক্ষিত-১ আসনের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা। নির্বাচন কমিশনের পক্ষে বক্তব্য রাখেন কমিশনার জাহাঙ্গীর আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, মোহাম্মদ এহিয়া, মুফতি আব্দুল খাবির। উপদেষ্ঠামন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন সৈয়দ মুজিবুর রহমান, মালিক হোসেন ইজ্জাদ। কার্যনির্বাহী পরিষদের পক্ষে বক্তব্য রাখেন সদস্য তানিমুল ইসলাম, সাংগাঠণিক সম্পাদক আবুল খায়ের মাহবুব, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সিনিয়র সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, আহŸায়ক শামসুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল ইসলাম, আনোয়ার হোসেন ইশাই, মাসুদ আহমদ আফতাব, প্রবসাী মাহবুব আহমদ, ইকবাল সরকার, মো. ফয়ছল হোসেন প্রমূখ।
এসময় আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী পরিষদের পাশাপাশি উপদেষ্ঠা পরিষদ ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন মাওলানা আশরাফুল হক।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন,দরগাহের সামনে ফুটপাতে কোনোকিছু রাখা যাবে না। প্রতিটি রেষ্টুরেন্টের কিচেন হেলথকার্ডের মধ্যে আসতে হবে। মার্চের শুরু থেকে মোবাইল কোড হবে। পরীক্ষা-নীরিক্ষার পরে হেলথ কার্ড পেলে কর্মচারীকে কিচেনে রাখবেন, নতুবা জরিমানা এবং লাইসেন্স বাতিল হবে।