রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৪
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৪ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধদের ভেতর নারী ও শিশুও রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির জেরে রোহিঙ্গাদের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলে পড়ে। এতে তিন শিশু ও এক নারীসহ ১৪ জন গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানিম আহমেদ বলেন, হাসপাতালে ভর্তিকৃত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।