নিজের বুকেই গুলি চালালেন পুলিশ সদস্য

নিজের বুকে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সিলেটের বিশ্বনাথ থানার পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় পুলিশ স্টেশনের ব্যারাকে।

আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় গণমাধ্যমকে বলেন, আহত পুলিশ সদস্যের বুকের বা পাশে গুলি লেগেছে। গুলিটি ফুসফুস ভেদ করে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার করে রক্ত বন্ধ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুতই ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ