সেজল শর্মার আত্মহনন
আত্মহত্যা করলেন ভারতীয় অভিনেত্রী সেজল শর্মা। মুম্বাইয়ের মীরা রোডে নিজস্ব বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে ব্যক্তিগত কোনও কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করছে সেজলের ঘনিষ্ঠ মহল ও পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। তারপরই শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সেজল শর্মা ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।
২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বাই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সেজল বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন।
টেলিভিশনে ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ ধারাবাহিকের আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এছাড়া ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।