বিদেশি চিকিৎসক আনার প্রস্তাব নাকচ বিএনপির
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার প্রস্তাব নাকচ করেছে বিএনপি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি নেওয়া ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বেগম জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আবারও আহ্বান নেতাদের।
লিভার সিরোসিসে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে গেল ২ সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীসহ সারা দেশে নানা কমসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রোববার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে শ্রমিকদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন দলের নেতাকর্মীরা।
বৃষ্টি উপেক্ষা করে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে জমায়েত হন।
সমাবেশে দলের মহাসচিব বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বরাত দিয়ে জানান, গত কয়েকদিনের তুলনায় বেগম জিয়ার অসুস্থতা বেড়েছে। দ্রুত তাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে নিয় চিকিৎসা দিতে না পারলে রয়েছে জীবনশঙ্কাও।
ফখরুল বলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা এমন এক পর্যায়ে চলে এসেছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা বলছেন, দ্রুত তাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। না হলে খালেদা জিয়ার জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া না দেওয়ার কঠোর সমালোচনা করেন দলটির সিনিয়র নেতারা। এসময় বেগম জিয়া ইস্যুতে সার্বিক আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সিনিয়র নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। তার বিদেশে চিকিৎসা জরুরি। তাই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। সুস্থতার জন্য তাকে বিদেশে টিপস পদ্ধতির চিকিৎসার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা।