হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণের দাবি ফখরুলের
হবিগঞ্জে পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের (ওসি) অপসারণ দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি দাবি জানান।
ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার সিলেট বিভাগের উপজেলাগুলোতে আর শনিবার সিলেট বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, হত্যা-দমনপীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে। জনগণের প্রতি সরকারের কোনো আস্থা নেই।এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণ করে তাদের বিচার দাবি করেন বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বুধবার দেশের পাঁচ বিভাগের পাঁচ জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি।
তবে এর মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে হবিগঞ্জের সমাবেশ পণ্ড হয়ে যায়। ওই সংঘর্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।