জুড়ীর ইউএনওকে বিদায় সংবর্ধনা
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক অতিরিক্ত জেলা প্রশাসক (চাঁদপুর) হিসেবে পদায়িত হওয়ায় উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দের উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অসীম চন্দ্র বনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়্যারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো: বদরুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, আওয়ামী লীগ নেতা, জুড়ী টাউন ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ আহ্বায়ক মিজানুর রহমান খোকন, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ তুতিউর রহমান তোতা, জায়ফরনগর পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ স্বপন তালুকদার প্রমুখ।