মৌলভীবাজারে ২৮ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে আজ শুক্রবার আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ তিনি বলেন, ‘মৌলভীবাজারে আজ ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’

আক্রান্তদের মধ্যে সদরের ১৮ জন, জুড়ীর ৫ জন, কুলাউড়ার দুইজন, কমলগঞ্জের দুইজন এবং রাজনগরের একজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের দাঁড়ালো সংখ্যা ৪১৪ জনে। ইতোমধ্যে ১৫০ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ