ইমাম আবু হানিফা ফাউন্ডেশন’র জিপিএ-৫ শিক্ষার্থীর সংবর্ধনা
ইমাম আবু হানিফা ফাউন্ডেশন ১নং খলিলপুর ইউনিয়ন শাখা, মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে ২০২০ সালের এসএসসি পরিক্ষায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
২রা মে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান তায়েফ এর সভাপতিত্বে ও মাওলানা আশরাফ ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ , আবু হানিফা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রোমান আহমেদ, গোরারাই শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম, নিয়ামুল ইসলাম, মোস্তাক আহমেদ সুমন, ফয়েজ উদ্দিন সামছু, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক হাফিজ জুবায়ের আহমদ, মেহেদি হাসান লিটন, আব্দুল আলীম অপু, খাইরুল ইসলাম, জিহাদ আহমেদ।
পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মুহিবুর রহমান হাসান, ফারজানা আক্তার ও সোহান চৌধুরী কে ক্রেষ্ট প্রদান করা হয়।