বালাগঞ্জে সরকারি চালের নিম্ন মান
মহামারি করোনা ভাইরাসে কর্মহীন মানুষের খাদ্য নিশ্চিত করতে সিলেটের বালাগঞ্জে সরকারিভাবে বিতরণ করা হচ্ছে চাল। তবে এসব চাল পঁচা-দুর্গন্ধযুক্ত ও পোকাধরা যা খাবারের অনুপযোগী এমন অভিযোগ করছেন উপকারভোগীরা।
সানি আহমদ নামের এক যুবক অভিযোগ করে বলেন, আমাদের যে চাল দেয়া হয়েছে তা পচা, দুর্গন্ধযুক্ত। এই চালের ভাত খেলে সমস্যা হতে পারে। আর এই চাল খাওয়ার অনুপযোগী চাল।
এ ব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, বালাগঞ্জ খাদ্য গুদাম থেকে দেওয়া চালে কিছুটা সমস্যা রয়েছে এ বিষয়ে আমি বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করেছি। তিনি যে চালের সমস্যা রয়েছে সেগুলো পরিবর্তন করে নতুন চাল আনা হবে বলে জানিয়েছেন।
বালাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান বলেন, এই চালে একটু সমস্যা রয়েছে আমরা চেষ্টা করছি ভালো মানের চাল দেওয়ার। আর এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আমাকে এ বিষয়ে বলেছেন। আমি এই চাল পরিবর্তন করে ভাল চাল নেওয়ার জন্য বলেছি।