ছাতকে দ্বিতীয় দিনের মত কৃষকের ধান কাটলো আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা
করোনার কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিনা পারিশ্রমিকে সুনামগঞ্জের ছাতকে দ্বিতীয় দিনের মত কৃষকের ধান কেটে দিল সামাজিক সংগঠন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।
রবিবার(২৬ এপ্রিল) ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের প্রফেসর তাজ উদ্দিন আহমেদের ৪০ শতক জমির ধান কেটে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহান এর নির্দেশক্রমে দিন ব্যাপি ধান কাটায় অংশগ্রহন করেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবেদ আলী, অফিস সম্পাদক লিয়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক রিপন মকসুদ, সদস্য সিরাজুল ইসলাম, মাসুম আহমদ, শাহ আলম, আকাশ আহমদ ,মোঃ আলম আহমদ, আব্দুল্লাহ প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহান বলেন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বন্যা হবার আশংকা থাকার কারনে কৃষি নির্ভর জেলা সুনামগঞ্জের কৃষকদের সোনার ফসল ধান বন্যার হাত থেকে বাঁচাতে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, দল মত নির্বিশেষে সর্বস্থরের মানুষকে ধান কাটায় সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।