ছাতকে ধান কাটতে হাওরে সাবেক এমপি মিলন ও বিএনপি কর্মীরা!

ছাতকে আবহাওয়া অধিদপ্তরের আগাম বন্যা পূর্বাভাসে দ্রুত হাওরের বোরো ধান কেটে ঘরে তুলতে এবং করোনা ভাইরাসের কারনে সৃষ্ট শ্রমিক সংকটে অন্যদের ধান কাটতে উৎসাহীত করতে হাওরে ধান কেটেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রাম সংলগ্ন হাওরে কৃষক আমির আলী ও ফারুক মিয়ার এক একর জমির পাকা বোরো ধান কাটায় অংশ নেন তিনি।
এসময় উপজেলা বিএনপি নেতা হাজী কদরুল ইসলাম, এড. আব্দুল কাহার, শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম আলী, জেলা যুবদল নেতা তারেক আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ইজাজুল হক রনি, উপজেলা কৃষকদল নেতা আশরা নুর, হোসাইন আহমদ, আলমগীর হোসেন, আলী আহমদ, আব্দুল জব্বার, রাজু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল বাকী মুহিত, জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদি, সুজন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শায়েস্তা আহমদ, কামরুল হাসান কামরানসহ প্রমূখ নেতাকর্মীরা তার সাথে ধান কাটায় অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ