সিলেটে আরও দুইজনের শরীরে করোনা
সিলেটে আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় এবং অপরজনের বাড়ি হবিগঞ্জ সদরে।
শনিবার (২৫ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
একই দিনে হবিগঞ্জের ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের পরীক্ষা ঢাকায় করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয় আজ। এর মধ্যে দুজনের পজিটিভ ধরা পড়ে।
এদিকে সিলেট সদর হাসপাতালে আজ হবিগঞ্জের একজনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এবং আইসোলেশনে থাকা মৌলভীবাজারে এক মহিলার মৃত্যু হয়েছে।
অপরদিকে আজ সন্ধ্যায় করোনায় আক্রান্ত হবিগঞ্জের এক শিশুর মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫৮ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।