২১৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন পর্যায়ের ২১৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছেন ৬৫২ জন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য। কোয়ারেন্টিনে রয়েছেন ৬৫২ জন।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। নিয়মিত আক্রান্ত সদস্যদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্যও দেওয়া হয়েছে নির্দেশনা। পাশাপাশি দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্যও নেওয়া হচ্ছে সম্ভবপর সকল উদ্যোগ।
পুলিশ সদর দপ্তরের এআইজি মো. সোহেল রানা বলেন, ‘আক্রান্ত এই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে। এই পুলিশ সদস্যদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’