জনসচেতনায় এসএমপির মাইকিং

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জনসচেতনায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে ঘরে থাকতে অনুরোধ জানানো হয়েছে। মাইকিংয়ে নগরবাসীকে সচেনততার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন নির্দেশনাও প্রদান করা হচ্ছে। একই সাথে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং সকল স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতেও বলা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও সিলেটে বিশেষভাবে টহল দেবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ।

পুলিশ বলছে- ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী ও সশস্ত্র বাহিনীর সমন্বিত কার্যক্রমেই আমরা এ পরিস্থিতিটা মোকাবেলা করার চেষ্টা করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ