কানাইঘাটে পুলিশের ওপর ‘হামলার চেষ্টা’
সিলেটের কানাইঘাটে পুলিশের উপর ব্যবসায়ীরা হামলার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করতে বলায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
উপজেলার চতুল বাজারে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চতুল বাজারে সবধরনের দোকানপাট খুলে রাখেন ব্যবসায়ীরা। বেলা ১টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে সাথে নিয়ে পুলিশ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। এতে ক্ষেপে যান বাজারের ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তারা পুলিশের উপর হামলারও চেষ্টা করেন।
ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।