অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাজারে খাদ্যদ্রব্যের যথেষ্ট মজুদ আছে, অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বুধবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মলনে বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান । দেশে বর্তমানে নিত্যপ্রজনীয় পণ্য ও খাদ্য শস্যর যথেষ্ট মজুদ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

চলতি বছরে দেশে ৩ কোটি ৮৭ লাখ মে. টন চালের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত অর্থবছরে চালের উৎপাদন ছিলো ৩ কোটি ৭৪ লক্ষ মে. টন। এছাড়া বর্তমানে সরকারিভাবে ১৪.৩৬ লক্ষ মে.টন চালের মজুদ রয়েছে। চালের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় এক বছর পুর্বে যে চালের বাজার দর ছিলো ৩৮-৪২ টাকা বর্তমানে তা ৩৪-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ