বিএনপি নেতা সুদীপ সেন বাপ্পুর পিতার শয্যাপাশে সিলেট মহানগর বিএনপি
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুর অসুস্থ পিতা সুধীর রঞ্জন সেনের শয্যাপাশে দাড়িঁেয়ছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। গতকাল বিকেলে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নগর বিএনপির এক প্রতিনিধি দল নগরীর একটি বেসরকারী হাসপতালে অসুস্থ সুধীর রঞ্জন সেনকে দেখতে যান। নেতৃবৃন্দ এসময় তার চিকিৎসার খোজঁ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, সহ-যোগাযোগ সম্পাদক নজির হোসেন, ২৩নং ওয়ার্ড সহ-সভাপতি সালেক আহমদ ও মহানগর সদস্য মাহবুব আহমদ চৌধুরী।