দক্ষিণ সুরমা দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের যোগাযোগ ও আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি সরকার হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সেড ও আভ্যন্তরিন সড়ক নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবাায়ন করছে। ফলে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা নিবিঘেœ মালামাল ক্রয়-বিক্রয় করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবে ততদিন উন্নয়ন অব্যাহত থাকবে। সরকারের এই উন্নয়ন পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে বাজারের সৌন্দর্য বৃদ্ধি করতে সকলের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উসা সামদ চৌধুরী গত ১৪ মার্চ শনিবার দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তিনটি সেড ও আভ্যন্তরিন সড়ক এবং ৫৫ লক্ষ টাকা ব্যয়ে রেঙ্গা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছর আহমদ, সহকারী প্রকৌশলী রফিকুর রহমান, আব্দুল হক, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা হাজী চুনু মিয়া, রাজ্জাক হোসেন, ফজলুল করিম হেলাল, আতিকুর রহমান, শানর মিয়া, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, সাবেক মেম্বার আমির আলী, রেঙ্গা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, রেঙ্গা হাজীগঞ্জ বাজার কমিটি সভাপতি হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সেলিম আহমদ মেম্বার, ব্যবসায়ী হিরা মিয়া, সুহেল আহমদ কর্নেল, সুরঞ্জিত দাস, সাবেক মেম্বার নুরুল ইসলাম মানিক, শামীম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, শাহাবুদ্দিন মেম্বার, ব্যবসায়ী অমর দাস, আব্দুস সালাম, ছানু মিয়া, দুলাল আহমদ, মঈন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য সংবাদ