ফেঞ্চুগঞ্জে স্যার এনাম ইসলাম ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে স্যার এনাম ইসলাম ফাউন্ডেশন প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ গতকাল ১৪ মার্চ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
স্যার এনাম ইসলাম ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং আব্দুল আউয়াল কয়েছ ও সাইফুল ইসলাম ছুটেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্যার এনাম ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার এনাম ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোঃ বদরুজ্জামান, মাইজগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মনজ কুমার ঘোষ, ডাঃ জাকির হোসেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনামের স্বাগত বক্তবের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিসবাহ আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, রাজু আহমদ রাজা, বিশিষ্ট মুরব্বী আব্দুল মান্নান, আফতার হোসেন, হোসেন আহমদ, খলিলুর রহমান কলা, আব্দুল হাই, আব্দুর রশীদ, সাইফুল ইসলাম, হারুনুর রশীদ, নজরুল ইসলাম মিফতার, সাংবাদিক মামুনুর রশীদ ও দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, বিজন দেবনাথ, আতিকুর রহমান সুজন, কামরানুল ইসলাম কামরান, জুনেদ আহমদ, ফারহান সাদিক, ফাহিম আহমদ প্রমুখ।
বিপুল দর্শকদের উপস্থিতেতে তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় নিউ স্টার পাঠানটিল্লা স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে ঘিলাছড়া স্পোর্টিং ক্লাবের পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ান দলের হাতে প্রাইম মানি এক লক্ষ টাকা ও টফি এবং রানার্স আপ দলকে প্রাইম মানি পঞ্চাশ হাজার টাকা ও টফি তুলে দেন প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সহ অতিথিবৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কামাল আহমদ। ধারাভাষ্য দেন আজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠকে আগামীতে মিনি স্টেডিয়ামে রূপন্তর করা হবে বলে আশ^াস প্রদান করেন।