মহামারির নতুন কেন্দ্রস্থল ইউরোপ!
ইউরোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে।
মানুষের জীবন বাঁচাতে বিশ্বের দেশগুলোকে আরও কড়াকড়ি ব্যবস্থা নেয়া, সামাজিক পদক্ষেপ আর সামাজিকভাবে দূরত্ব তৈরির তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাধানম ঘেব্রেইয়েসাস।
”পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকার সুযোগ দেবেন না,” তিনি বলছেন।
বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এর মধ্যেই জানিয়েছে যে, করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিদিনের সবচেয়ে বেশি আক্রান্ত বা মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ইতালি।
সেখানে ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৬ জন, আর আক্রান্ত হয়েছে ১৭৬৬০জন।
স্পেনে শুক্রবার মারা গেছেন ১২০জন আর আক্রান্ত হয়েছে ৪২৩১জন। শনিবার থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য দেশ জুড়ে সতর্কাবস্থা জারি করতে যাচ্ছে দেশটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১২৩টি দেশের মধ্যে ১৩২৫০০ ব্যক্তিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।
মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজারের বেশি।
”বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া এই রোগটির নতুন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ। চীনকে বাদ দিলে সারা বিশ্বে যত নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে, তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে ইউরোপে,” বলেছেন টেড্রোস অ্যাধানম ঘেব্রেইয়েসাস।।
”রোগটির কেন্দ্রস্থল চীনে প্রতিদিন যত জন নতুন রোগী পাওয়া যাচ্ছে, তার চয়ে বেশি পাওয়া যাচ্ছে ইউরোপে।” সূত্র: বিবিসি বাংলা