সিলেটে মাস্ক বিতরণ
সিলেটে ব্লাড সোলজার সোসাইটির উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে অসহায় ও রিকশাচালকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
প্রায় ৫’শতাধিক পথশিশু, রিক্সাচালক ও অসহায় মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
‘অসুস্থতার আগে সুস্থতার সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে মাস্ক বিতরণ করা হয়।
ব্লাড সোলজার সোসাইটি সভাপতি নূরুল আলম সাকিল ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ তুহিনসহ এসময় উপস্থিত ছিলেন ব্লাড সোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা তানিম মুন্না, পরামর্শক ফারহান হোসাইন, বাপ্পি, সোহাগ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক বিভাগের প্রধান সাদিকুর রহমান, অর্থ সম্পাদক সৌরভী মনি, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহারা তুলি, প্রচার সম্পাদক হোসাইন আহমদ রাফা, সহ-প্রচার সম্পাদক এন এ হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুম্মান ফেরদৌস, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আমিন হোসেন, ক্রীড়া বিভাগের প্রধান জালাল আহমদ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, সহ কোষাধ্যক্ষ হৃদয় প্রমুখ।