করোনা: বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিত
করোনাভাইরাসের কারণে সিলেটে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ স্থগিত করা হয়েছে। করোনার প্রভাবে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ভারত ও কাতারের ম্যাচ স্থগিত করেছে। বাংলাদেশও ম্যাচ স্থগিত করা হলো। ম্যাচটি আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ম্যাচ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসের কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) থেকে ম্যাচ স্থগিতের নির্দেশনা এসেছে। শুধু ২৬ মার্চের ম্যাচই নয়, আগামী জুন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠেয় সব ম্যাচই স্থগিত করতে বলেছে এএফসি। আমরাও তাদের সঙ্গে একমত হয়েছি।’
এদিকে, আগামী ৩১ মার্চ কাতারের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের বাছাইপর্বের একটি ম্যাচ আছে। সেটিও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।