শাবিতে দুই শিক্ষার্থী দগ্ধ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী গুরুত্বরভাবে দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুপুর দেড়টায় একাডেমিক ভবন ‘বি’ এ বিভাগের ৪র্থ তলায় অবস্থিত ল্যাবে অসতর্ক অবস্থায় কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে বলে জানান বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ।
আহতরা হলেন, সিইপি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাসিম ও তাহমিদুল করিম।
বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ‘শিক্ষার্থীরা অসতর্ক অবস্থায় কাজ করার সময়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।’