সুবহানীঘাট ফাঁড়ির নাম ভাঙিয়ে শাহী ঈদগাহের ফুটপাতে চাঁদাবাজি

সিলেট কতোয়ালি থানাধীন সুবনাহীঘাট পুলিশ ফাঁড়ির নাম ভাঙিয়ে শাহী ঈদগাহের ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। শাহী ঈদগাহের ফুটপাত থেকে দীর্ঘদিন ধরে প্রতিদিন ৮০ থেকে ১২০ টাকা হারে চাঁদা তুলা হচ্ছে। প্রায় ১০/১২টি ভাসমান দোকান রয়েছে শাহী ঈদগাহে।
জানা গেছে, সুবহানীঘাট ফাঁড়ির কথা বলে অজ্ঞাত একজন এসব অবৈধ ফুটপাত থেকে চাঁদা তুলেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন- ফাঁড়িতে টাকা দিতে হয়। তাদেরকে টাকা না দিলে এখানে বসা যাবে না। গাড়ি থানায় নিয়ে যাবে বলেন শাহী ঈদগাহের কয়েকজন ফুটপাত ব্যবসায়ী এমন মন্তব্য করেন।
তবে এ বিষয়ে সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল কালের সিলেট-কে বলেন- ফুটপাতে ব্যবসা বসানো নিষেধ। পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদা তুললে তাকের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ