দিরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্ভোধন
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় ২৩ শে ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্ভোধনী কার্যক্রম শুরু করে দিরাই সরকারি কলেজ।
উদ্ভোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ বলেন প্রতি বছরের মত এবারও প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের উদ্দেশ্যেই এই আয়োজন।
স্হানীয় কলেজ মাঠে ৫ দিন ব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম দিনের খেলার আউটডোর গেইমসের ৮ টি ইভেন্ট সম্পন্ন হয়েছে ।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ধীমান কীর্তুণীয়া, প্রভাষক ফখর উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, কামরুল কবির, সন্দীপন দাস,প্রসুন কান্তি আচার্যি, শিরিন বেগম, অঞ্জন দাশ, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান পারভেজ, আবু হেনা চৌধুরী, প্রদর্শক রনু রঞ্জন ভৌমিক, লাইব্রেরীয়ান রামেন্দ্র কিশোর চৌধুরী প্রমুখ।