সিলেটে শিবিরকর্মী আটক, অস্ত্র উদ্ধার

সিলেটে সাইফুল ইসলাম সুজন নামে এক শিবির কর্মীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

নগরের বাদাঘাট থেকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়। সুজন জকিগঞ্জ থানার মাদারখাল গ্রামের ফজলুল করিমের পুত্র।

পুলিশ জানায়, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা অস্ত্রের কথা স্বীকার করলে সুজনের দেয়া তথ্যমতে শনিবার মধ্যরাতে তার বাড়ি থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ