১৫টি শ্যালো মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১৫টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলার বিছনাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব।

ইউএনও নাজমুস সাকিব বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পাথর উত্তোলনের সাথে জড়িত ১৫টি শ্যালো মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। ’

এ বিভাগের অন্যান্য সংবাদ