বিবাহ বিচ্ছেদের খরচ ৩৩৯ কোটি টাকা

বিবাহিত সম্পর্কের ইতি টেনেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তার স্ত্রী কাইলি ক্লার্ক। কয়েক আগেই এই দম্পতির বিচ্ছেদ হলেও এতোদিন সেটি গোপনেই ছিলো। অবশেষে আনুষ্ঠিকভাবে বিবৃতি দিয়ে নিজেদের বিচ্ছিদের ঘোষণা দিয়েছেন এই দম্পতি।

কিন্তু ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরেই প্রায় ৪০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩৩৯ কোটি টাকার বেশি) বিনিময়ে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ক্লার্ক ও কাইলির। যা তারা শুরুতে গোপনই রেখেছিলো। শুধু তাই নয়, গত জানুয়ারি পর্যন্ত প্রায় সব জায়গায় একসঙ্গেই দেখা গিয়েছে ক্লার্ক ও কাইলিকে।

সবাইকে চমকে দিয়ে নিজের বিচ্ছেদের খবর জানিয়েছেন ক্লার্ক। এরই মধ্যে বন্ডির সৈকতের পাশে নিজের ৮০ লাখ ডলার মূল্যের বাড়িতে উঠে গিয়েছেন ক্লার্ক। তবে মেয়ে কেলসিকে ঠিকই স্কুলে ভর্তি করিয়েছেন তিনি। ক্লার্ক ও কাইলি মিলে সিদ্ধান্ত নিয়েছেন, কেলসির বেড়ে ওঠায় দুজনই রাখবেন সমান অবদান।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘একে অন্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই, আমরা পারস্পরিক মতামত বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি যে, বিচ্ছেদই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তবে আমরা দুজন একসঙ্গেই আমাদের মেয়ের দেখভাল করবো। আমাদের পরিবার ও বন্ধুদের কথা না বললেই নয়। দারুণ সাপোর্ট দিয়েছে আমাদের। এ মুহূর্তে আমরা একান্ত সময় চাচ্ছি দুজনেই। যাতে করে জীবনের পরবর্তী সময়টা ভালোভাবে কাটাতে পারি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ