আমাদের স্বপ্ন সামাজিক সংগঠনের ২য় বর্ষপুতি
আমাদের স্বপ্ন সামাজিক সংগঠনের ২য়বর্ষ পুর্তি পালিত
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডস্থ কলাপাড়া এলাকায় আমাদের স্বপ্ন সামাজিক সংগঠনের দুই বছর পূর্তি উপলক্ষে ২৫ জুন রাত ৯ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতিতে সামান্য পরিসরে আমাদের স্বপ্ন সামাজিক সংগঠনের সামান্য সংখ্যক লোক নিয়ে ২য়বর্ষ পুর্তির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ছাব্বির আহমদ ছায়েম, তাহের হোসেন, ফয়েজ, মান্না, অন্ত, তানজীল, পল্লব, রিফাত বিপ্লব, এনাম, ফাহিম সানজিদ আহমদ, ছানি, তুফাজ্জল, মুছলিম, মুন্না, কারী জাকারিয়া, মাছুদ, প্রমুখ।