এনজিএফএফ স্কুল ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন


সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। পড়লেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে ফলে দেশ ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মানুষের অবসর সময় চিত্তবিনোদনের জন্য এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রশংসার দাবী রাখে।
এমপি মাহমুদ উসা সামদ চৌধুরী ৮ ফেব্রæয়ারি শনিবার বিকালে ফেঞ্চুগঞ্জ সারকারখানা মাঠে ১৩তম এনজিএফএফ স্কুল ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি প্যাভিলিয়ানে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাকিল আল মাহমুদের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন আনু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সারকারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ, প্রশাসন বিভাগীয় প্রধান মিজানুর রহমান, শাহজালাল সারকারখানার প্রকল্প পরিচালক প্রকৌশলী আনসার আলী শিকদার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারকারখানার সিবিএ’র সভাপতি আব্দুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভুলু। অনুষ্ঠান উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহ সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, পারভেজ আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতু মহোন কর, মাহমুদুল হাসান অভি। খেলায় ১৪তম ব্যাচ চ্যাম্পিয়ান হয় এবং রানার্স আপ হয়েছে ১০ম ব্যাচ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান।
পরে মাঠের পাশর্^বর্তী স্থানে এম.এস.সি স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ