সংঘর্ষ থামাতে গিয়ে চাচীর মৃত্যু

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে চলা সংঘর্ষ থামাতে গিয়ে চাচীর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল নেছা (৫০) উপজলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আব্দুর রউফের স্ত্রী।

তিনি সংঘর্ষে জড়ানো ইমন ও আজিজুলের চাচী। সংঘর্ষ চলাকালে ছুলফির আঘাত আরিফুনের বুকে লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বেলা ২টার দিকে সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ