পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারা বাজারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত কালা মিয়া দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন ওরফে সওদাগরের পুত্র।

পুলিশ জানায়, কালা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিল। সাজার রায়ের পর থেকে সে পলাতক ছিল।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ