সিলেটে তাবলিগের দু’পক্ষ মুখোমুখি

দক্ষিণ সুরমার চন্ডিপুলে তাবলিগের দু’পক্ষ মুখোমুখি অবস্থান করছে। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে পুলিশ।

শুক্রবার ১১টার সিলেটে তাবলিগের দু’পক্ষের উত্তেজনা প্রশমিত করতে প্রশাসন দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করলেও কোনো সমাধান আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসন দু’পক্ষকে নিয়ে জরুরি বৈঠকে ছিলেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল খবরটি নিশ্চিত করে বলেন, দক্ষিণ সুরমার খোজারখলা তাবলিগি মারকাজে দু’পক্ষকে নিয়ে বৈঠক বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন দু’পক্ষের প্রতিনিধি দল এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তবে বৈঠকে কোনো পক্ষ সমঝোতায় যেতে রাজি হয়নি।

এদিকে, সকাল ১১ টার দিকে সাদ বিরোধীরা দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে। এসময় সাদপন্থীরা বদিকোনা থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের বেরিকেট দিয়ে আটকায়। এসময় দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। পুলিশ তাৎক্ষণিক দু’পক্ষকেই নিভৃত করে এবং অনাকাক্সিক্ষত ঘটনা এড়ায়। তবে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এবং দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের নেতৃত্বে পুলিশের একটি বড় দল চন্ডিপুলে অবস্থানে করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ