দুই সন্তানকে আটকে রেখে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

বান্দরবানের লামা উপজেলায় ২ শিশুকে ঘরে আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরের বাইরে বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। ওই নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা।
ওই নারীর উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘জয়নাল (৩২) ও আরেকজন প্রথমে তার ২ সন্তানকে ঘরের ভেতর আটকে রাখে। পরে তাকে বেঁধে ধর্ষণ করে।’

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ ছাড়াও ওই বাড়ি থেকে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণ লুট করেছে বলেও অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ