কুলাউড়ার ছাব্বির হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক থাকা প্রধান অভিযুক্তসহ দুইজনকে সিলেটের গোয়াইনঘাট থেকে গ্রেপ্তার তরা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর উপজেলার হাজিপুরের পাবই গ্রামের গাজীটিলায় ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মিয়ার পুত্র জুয়েল আহমদ (২৫) ও আব্দুর রহিম (২৪) এর সঙ্গে প্রতিবেশী রশীদ মিয়ার ছেলে ছাব্বির আলীর বাকবিতণ্ডা হয়।
এরই জেরে জুয়েল ও তাদের পরিবারের লোকজন ছাব্বিরকে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ছাব্বিরকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিরের মৃত্যু হয়।
এ ঘটনায় ছাব্বিরের পিতা রশীদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এদিকে হত্যা মামলায় প্রধান আসামি জুয়েল ও তার ভাই আব্দুর রহিম গা-ঢাকা দেন। থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে জুয়েল ও রহিমকে গ্রেপ্তার করেন।
থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ছাব্বির হত্যা মামলায় তার পিতা ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি জুয়েল ও তার ভাই রহিম পলাতক ছিলো। সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তিনি বলেন, এর আগে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।