ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,বাড়ছে আতংক
আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে সপ্তাহখানেক রোগীর সংখ্যা কিছুটা কমের দিকে থাকলেও গত দুই দিন আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দুই শতাধিক ব্যক্তি। বিশেষজ্ঞদের শঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকায় অক্টোবর মাসজুড়েই থাকতে পারে এডিসের বিস্তার।
রাজধানীর শনির আখড়া এলাকার বাসিন্দা তাসলিমা হোসেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। তবে ভাবনাটা নিজেকে নিয়ে নয়, বেশি ভাবাচ্ছে ক্লাস নাইনে পড়ুয়া সন্তান ভর্তি একই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে।
তিনি বলেন, শরীরে অনেক ব্যথা। খাবারে রুচি নেই। অনেক কষ্ট পাচ্ছি। যার ডেঙ্গু হইছে সে বলতে পারবে। আমার ছেলেদেরও ডেঙ্গু।
হাসপাতালে আগের তুলনায় রোগীর চাপ কিছুটা কমেছে বটে। তবে পরিস্থিতি এখনো নাগালে আসেনি। শঙ্কার বিষয় হলো, হঠাৎ করে আবারো ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। ৬ দিন ধরে ২শ’র নিচে থাকার পর গত দুই দিন ধরেই দৈনিক আক্রান্তের হার আবারো ২ শতাধিক।
রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন কমছে না রোগী, তেমনি ঢাকার বাইরে থেকেও আসছেন অনেক ডেঙ্গু আক্রান্ত।
অক্টোবরে এডিসের বিস্তার নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো হওয়ার জন্য সাম্প্রতিক বৃষ্টিই বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, চলতি মাস জুড়েই নগরবাসীকে ভোগাতে পারে ডেঙ্গু পরিস্থিতি।
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণহানি ঘটে ৪ জনের।