সিলেট মহানগর ছাত্রলীগের মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিউজডেস্কঃঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

সিলেট মহানগর কুয়ার পার লামাবাজার পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ বিতরণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

এসময় মাইকিংয়ে সচেতনতা বক্তব্যে বলা হয়, মাস্ক পড়িধান করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। কারন একজন আক্রান্ত হলে আপনি সহ আপনার পরিবারের বাকী সবাই রিস্কে থাকবে। কারো সিম্পটম দেখা গেলে সাথে সাথে হোম করেনটাইনের আওতায় থাকতে হবে। বেশি খারাপ অবস্থা হলে, হেল্পলাইন নাম্বার ৩৩৩ কথা বলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসুধ খেতে হবে। নিজ থেকেই সবার থেকে দূরে থাকতে হবে, কেউ কাছে এসে কুষলবিনিময় করতে চাইলে তাকে না করতে হবে। বেশি বেশি গরম পানি খেতে হবে।

এব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের নেতা ইমন ইবনে সাম্রাজ বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা সিলেট মহানগর ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করেছি। সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা থাকার জন্যে মাইকিংয়ের মাধ্যমে সচেতন হওয়ার আহ্বান করেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ