সিলেট ওসমানী মেডিকেলের অনিয়ম দুর্নীতির অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সম্মেলন

নিউজ ডেস্কঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দালালদের দৌরাত্ম্য ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাজ

আজ রবিবার (২৭ জুন) সাংবাদিক ঐক্য পরিষদ সিলেট বিভাগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে তাদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র পাঠ করে সাংবাদিকদের শোনান, মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাজ

সংবাদ সম্মেলনে তিনি জানান,সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের একটি বৃহৎ ও স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি। তাছাড়া এই হাসপাতালের নাম সিলেট তথা দেশে বিদেশে পরিচিত ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম,এ,জি ওসমানীর নাম সম্পৃক্ত।

এই মহান বীরের নামকে ও হাসপাতাল টিকে কুলষিত করছে এক শ্রেনীর অসাধু কর্মকর্তা,ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারের দালালরা, দিন দিন মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে। ডাক্তারদের থেকে দালাল বেশী। দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এসব দালালদের সাথে রয়েছে মেডিকেলর ৪র্থ শ্রেনীর কর্মচারী, নার্স সহ বেসরকারি কোম্পানির আয়া,মাসি,সিকিউরিটি,ও তাদের কর্তারা। হাসপাতালে টাকা দিলে রোগির সিট মিলে,ট্রলি,ও হুইল চেয়ার দিয়ে রোগী একস্থান থেকে অন্যস্হানে নিতে ১০০/৫০ টাকা দিতে হয়। এক কথায় হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি আর অনিয়ম বসত করছে। সিলেটের লোকাল ও জাতীয় দৈনিক পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ায় শত শত খবর প্রকাশ হলেও কোন লাভ নেই। হাসপাতাল কর্তৃপক্ষও এই সিন্ডিকেটের কাছে অনেকটা অসহায়। মাঝে মধ্যে দালাল চক্রের সদস্যদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর কিছুদিন দালালরা হাসপাতাল ছেড়ে গেলেও কিছুদিনের মধ্যে তারা আবারও সক্রিয় হয়ে ওঠে। এই দালাল চক্রের নেপথ্যে রয়েছে নগরীর বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড সেন্টার ও ফার্মেসি মালিকরা।

হাসপাতালের ভেতর ঘুরাঘুরি করে দালাল চক্রের সদস্যরা। কোনো রোগী হাসপাতালে আসলেই তার সঙ্গে আসা আত্মীয়-স্বজনদের পিছু নিচ্ছে দালালরা। উন্নত চিকিৎসার নামে তাদের ক্লিনিকে যেতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। কেউ কেউ আবার রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ কেনার জন্য ফার্মেসিতে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরো জানান, হাসপাতাল থেকে কোনো রোগীকে ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে পারলে তারা ওই রোগীর মোট বিলের ২৫ ভাগ পেয়ে থাকেন। এছাড়া ফার্মেসি থেকে ওষুধ কিনলেও তারা নির্ধারিত একটি কমিশন পেয়ে থাকেন।

তাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এহেন ও কার্যকলাপ রোধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা দেশনেত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন , মুক্তিযুদ্ধ মঞ্চের মহানগর শাখার সহ-সভাপতি রাজু আহমেদ, সিলেট জেলার সহ-সভাপতি ইয়ামিন শেখ, সিলেট মহানগর ছাত্রলীগের ১২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তাজিম আহমদ,সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্য সাগর আহমদ, প্রমুখ

এ বিভাগের অন্যান্য সংবাদ