প্রাথমিক বিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ
আগামী ৩ জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা ও হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগীয় উপ-পরিচালকদের এ তথ্য পাঠাতে আদেশ দেয়া হয়েছে।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা ও হালনাগাদ তথ্য সঠিক না থাকায় এসব দপ্তর ও প্রতিষ্ঠানের বাজেট প্রস্তুত ও অন্যান্য নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বাজেট বিভাজন নিশ্চিত করা সম্ভব হয়।
গত ১২ অক্টোবর তথ্য পাঠাতে পত্র দেয়া হয়। কিন্তু তথ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তা পাওয়া যায়নি। তবে বিক্ষিপ্তভাবে কিছু তথ্য মাঠ পর্যায়ের অফিস থেকে পাওয়া গেছে, এর ফলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে না।
এ অবস্থায় সকল দপ্তর প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা মাঠ পর্যায়ের অফিস থেকে সংগ্রহ করে আগামী ৩ জানুয়ারির মধ্যে adgeneral@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়।